ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

টাঙ্গাইলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসীদের হামলা

টাঙ্গাইলের সাকরাইলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভার ৫নং ওয়ার্ডের সাঁকরাইলে বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য জয়েন উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সরেজমিনে জানা যায়, সাকরাইল বাজারের স্থানীয় একটি চায়ের দোকানে প্রতিদিনই ক্রিকেট নিয়ে জুয়াখেলা চলে। সেই জুয়া খেলায় নিষেধ করায় বীরমুক্তিযোদ্ধা জয়েন উদ্দিনকে সাকরাইল গ্রামের সন্ত্রাসী সোরহাব আলী, তার বড় ভাই রফিকুল ইসলাম এবং তাদের সঙ্গী সবুজ মিয়া ব্যাপকভাবে মারধর করে। পরে শুক্রবার (২৩ এপ্রিল) দিন দুপুরে বিষয়টি মীমাংসা করার লক্ষে সাকরাইলের স্থানীয় কাউন্সিলর আবুল কালাম আজাদ সন্ত্রাসী সোরহাব আলী সাকরাইল বাজার কমিটির সভাপতি জুলহাসের দোকানে ডেকে নিয়ে আসে এবং বীরমুক্তিযোদ্ধা জয়েন উদ্দিনের কাছে ক্ষমা চাইতে বলাতেই বাজারে সকলের উপস্থিতিতেই সন্ত্রাসী সোহরাব বীরমুক্তিযোদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এক পর্যায়ে বীরমুক্তিযোদ্ধা জয়েন উদ্দিনকে বেধরক মারধর শুরু করেন। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি সত্য। আমি এবং এলাকাবাসী সকলেই অভিযুক্ত সন্ত্রাসীদের এ ধরনের অপরাধের নিন্দা ও এদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে ব্যাপারে এলাকায় ত্রাস ও ভীতি থাকায় মারপিটের ঘটনার সময় কেউ এগিয়ে আসেনি বলে জানিয়েছেন বলে জানান এলাকাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রাপ্ত হয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব সাজ্জাদুর রহমান খোশনবীশ ও সাধারণ সম্পাদক জিয়াদ সিদ্দিক রবিবার (২৫ এপ্রিল) সন্ত্রাসী হামলার শিকার বীরমুক্তিযোদ্ধা জয়েন উদ্দিনের বাড়িতে যায় এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতার প্রমান পেয়েছেন বলে জানান। বর্তমানে গুরুতর আহত বীরমুক্তিযোদ্ধা জয়েন উদ্দিন টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৩য় তলায় মেডিসিন ওয়ার্ডে সংরক্ষিত বীরমুক্তিযোদ্ধা পেয়িং বিছানায় চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে এলাকাবাসী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, দোষীদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এদিকে একজন বীরমুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলার যথাযথ ও দৃষ্টান্তমূলক বিচার না পেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব সাজ্জাদুর রহমান খোশনবীশ ও সাধারণ সম্পাদক জিয়াদ সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিন তালুকদার বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটসহ বিভিন্ন উপজেলা এবং কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে সম্পৃক্ত করে আমরা রাজপথে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। ঘটনার পরে আহত মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইল সদর থানায় শনিবার (২৩ এপ্রিল) একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ads

Our Facebook Page